স্পোর্টস ডেস্ক: ফুটবল জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদো নতুন মাইল ফলক স্পর্শ করলেন। ক্লাব ফুটবলে লিগের খেলায় ৩৫০ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে খেলেছেন তিনি।
লা লিগার সবশেষ ম্যাচে আলাভেজের মুখোমুখি হয় জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচে পর্তুগিজ অধিনায়কের হ্যাটট্রিকে ৪-১ ব্যবধানে জয় পায় গ্যালাকটিকোরা। আর এরই মধ্যে স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে লিগ ম্যাচে ৩৫০ গোলের মাইলফলক নিজের নামের পাশে যোগ করেন তিনি।
আলাভেজের জালে গোল করার ফলে স্প্যানিশ শীর্ষ লিগে খেলা সব দলের বিপক্ষেই স্কোর করার রেকর্ডও গড়লেন রোনালদো। এছাড়া আর মাত্র ছয়টি গোল করতে পারলেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের হয়ে করেছিলেন তিনটি গোল। পরে ইংলিশ জায়ান্ট ম্যানইউ’র হয়ে ছয় মৌসুমে করেন ৮৪টি গোল। আর রিয়ালের হয়ে এখন পর্যন্ত করেছেন ২৬৩ গোল। মজার কথা মাত্র ২৪৩ ম্যাচে লা লিগার গোলগুলো করেন ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০