স্পোর্টস ডেস্ক: ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অন্যন্য এক মাইল ফলকের সামনে। ক্যারিয়ারে এরই মধ্যে প্রতিপক্ষে জালে হানা দিয়েছেন অনেক বার। হিসেবের খাতায় যা একে বারেই কম নয়। গুণে গুণে ৯৮টি গোল করেছেন।
আর মাত্র দুটি গোল হলেই গোলের সেঞ্চুরির দেখা পাবেন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম কোনো ফুটবলার হিসেবে ১০০ গোলের রেকর্ড ছুঁতে দুই গোলই প্রয়োজন রিয়াল মাদ্রিদ তারকার। আর এই মাইলফলকে পৌঁছাতে সিআর সেভেন পাচ্ছেন দুর্বল ক্লাব লেগিয়া ওয়ারশকে।
বুধবার রাতে ওয়ারশর মাঠ পেপসি অ্যারিনায় গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের খেলায় আতিথিয়েতা নিতে যাবে জিনেদিন জিদানের রিয়াল। বাংলাদেশ সময় ম্যাচটি পৌনে একটায় শুরু হবে।
প্রথম লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে পেয়ে ওয়ারশর জালে গোল বন্যা করে রিয়াল। জয়ী হয় ৫-১ গোলে। পোলিশ ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত এই একবারই খেলেছে স্প্যানিশ জায়ান্টরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০