গোল্ডেন বুট জিতলেন সুয়ারেজ

0
21

স্পোর্টস ডেস্ক: মেসি, রোনালদোকে ঠপকে সর্বোচ্চ গোর দাতা হয়ে গোল্ডেন বুট জিনে নিলেন উরুগুয়ের তারকা সুয়ারেজ।  গোল করার নেশায় লুইস সুয়ারেজ এখন মত্ত স্প্যানিশ লা লিগায়।

ফুটবর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসিকে টপকে গত মৌসুমেও যে, সর্বোচ্চ গোল করেছেন তিনি।  আর তাই ২০১৫-১৬ মৌসুমে বার্সেলোনাকে ২৪তম লা-লিগা জেতানোর অন্যতম বড় কারিগর ছিলেন লুইস সুয়ারেজ। চিরপ্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদো (৩৫), লিওনেল মেসিকে (২৬) টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। বার্সার অন্যতম স্তম্ভ করেছিলেন ৪০ গোল। যার সৌজন্যেই স্প্যানিশ জনপ্রিয় পত্রিকা ‘মার্কা’ সুয়ারেজকে সোনার বুট দিয়ে সম্মানিত করল।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে ৩১ গোলের সুবাদে এই পুরস্কার জিতেছিলেন সুয়ারেজ। আরও একবার সেই স্বাদ পেয়ে যেন সুয়ারেজ দারুণ রোমাঞ্চিত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here