স্পোর্টস ডেস্কঃ গোলরক্ষক অ্যারন র্যামসডেলের সাথে নতুন চুক্তি করল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। চলতি লিগে দলের সবগুলো ম্যাচে খেলেছেন এই ইংলিশ গোলরক্ষক। ১৩টি ম্যাচে জাল অক্ষত রাখেন তিনি। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সাথে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানায় নি আর্সেনাল।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে র্যামসডেলের চুক্তি নবায়নের বিষয়টি জানায় আর্সেনাল। এর আগে ২০২১ সালে শেফিল্ড ইউনাইটেড থেকে গানার ঢেরায় যোগ দেন তিনি। লন্ডনের দলটিতে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। এবার ক্লাবটি শুধু জানিয়েছে ‘লম্বা সময়’ থাকবেন তিনি।
৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। গানাররা শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। এবার তারা অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০