স্পোর্টস ডেস্কঃ শুরুতে পিছিয়ে পড়েও আরবি লাইপজিগের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গত রাতে ম্যাচের ৪ মিনিটেই বেনিয়ামি সেসসকোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। ২৮ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে সমতায় ফেরে মাদ্রিদের দলটি। এরপর ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার অপেক্ষায়, তখন ৯০ মিনিটে জোসে মারিয়া হিমেনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল।
এদিকে বৃহস্পতিবার রাতের আরেক ম্যাচে আতালান্তার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল আর্সেনাল। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরুর ম্যাচে গত রাতে গোলশূন্য ড্র করেছে এই দুই দল। ৪৮ মিনিটে আতালান্তাকে পেনাল্টি উপহার দেয় আর্সেনাল। কিন্তু সেই উপহার লুফে নিতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মাতেও রেতেগুই। তাঁর শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। এমনকি ফিরতি হেডেও রেতেগুইকে রুখে দেন এই গোলরক্ষক।
এর আগে আরেক ম্যাচে ফেইনুর্দকে উড়িয়ে দিয়েছে বায়ার লেভারকুসেন। তাদের জয় ৪–০ গোলে। জার্মান চ্যাম্পিয়নের দারুণ ফুটবলের সামনে সুবিধা করে উঠতে পারেনি ফেইনুর্দ। বড় ব্যবধানের হার নিয়েই ফেইনুর্দকে ছাড়তে হয়েছে মাঠ। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বেনফিকা। আর একই ব্যবধানে ব্রেস্ত হারিয়েছে এসকে স্ট্রুম গার্জকে।