নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ আই এ ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল শূন্য সমতায় শেষ হয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ। দুই দলই সুযোগ পেলেও, ফিনিশিংয়ের কারণে সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। যার ফলে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দেখা মেলেনি গোলের।
ম্যাচে প্রথমার্ধে গোলের সু্যোগ পেয়েছিল বাংলাদেশ দল। একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে না পারায় লক্ষ্যভ্রষ্ট সব শটে মিস হয় গোল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ফিলিস্তিনও সুযোগ তৈরি করে। তবে সেগুলো খুব একটা সহজ ছিল না। বাংলাদেশের রক্ষণ প্রথমার্ধে বেশ ভালো করেছে। যদিও ম্যাচের একাদশে এসেছে পরিবর্তন।
সবশেষ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর সেই ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। সেন্টারব্যাকে কোচ হ্যাভিয়ের কাবরেরা তপু বর্মণের সাথে রেখেছেন আরেক পরিক্ষীত শাকিল হোসেনকে। গেল ম্যাচে পরিক্ষীতদের মধ্যে কেবল তপুই ছিলেন একমাত্র। এছাড়া মিডফিল্ডে গেল ম্যাচে একেবারে সহজ সুযোগে গোল মিস করা জুনিয়র সোহেল রানার পরিবর্তে সিনিয়র সোহেল রানাকে একাদশে জায়গা দিয়েছেন কাবরেরা। যিনি কার্ড নিষেধাজ্ঞায় আগের ম্যাচ খেলতে পারেননি।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
Discussion about this post