স্পোর্টস ডেস্কঃ ইউরোপের সেরা তরুণ ফুটবলার হিসেবে ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জুড বেলিংহাম। এই ইংলিশ মিডফিল্ডার পেছনে ফেলেছেন জামাল মুসিয়ালা ও লামিন ইয়ামালদের। ২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
পুরস্কারটি জিতে উচ্ছ্বসিত বেলিংহাম বলেছেন, ‘বার্মিংহাম থেকে এত দূর আসার পথে যাঁরা আমার যাত্রার সঙ্গী হয়েছেন, সবাইকে ধন্যবাদ। তাঁদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার পরিবার, যারা আমাকে সমর্থন এবং উদ্দীপনা জুগিয়েছে। আমি এই মূল্যবান পুরস্কার জিতেছি এবং আমি এগিয়ে যেতে চাই। আমি চাই আমার সম্ভাবনার সীমাটাকে আরও বাড়িয়ে দিতে। আশা করছি, আরও অনেক পুরস্কার আসবে।’
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। এ বছরের সেরা হিসেবে শুক্রবার বেলিংহামের নাম ঘোষণা করা হয়। বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার বাল্দে-লামিনে ইয়ামালের মতো খেলোয়াড়দের পেছনে ফেলে সেরা হন ২০ বছর বয়সী বেলিংহাম।
এদিকে গোল্ডেন প্লেয়ার ওম্যান অ্যাওয়ার্ড জিতেছেন স্পেনের ব্যালন ডি’অর–জয়ী তারকা আইতানা বোনমাতি। আর বার্সেলোনার স্প্যানিশ ফুটবলার ইয়ামালকে দেওয়া হয়েছে ‘দ্য ইয়াংগেস্ট ২০২৩’ পুরস্কার। তুরিনে আগামী ৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০