স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় দারুণ এক জয় পেয়েছে উরুগুয়ে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা রীতিমতো ছেলেখেলা করেছে বলিভিয়াকে নিয়ে। ৫-০ গোলে বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার দলের বিপক্ষে একদম পাত্তায়ই পায়নি বলিভিয়া।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এক পেশে লড়াই দেখেছেন সমর্থকরা। ফাকুন্দো পেলিস্ত্রির গোলে মাত্র ৮ মিনিটের মাথায়ই ম্যাচে লিড নেয় উরুগুয়ে। বিরতিতে যাওয়ার আগে ২১তম মিনিটে ডারউইন নুনেস ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতি থেকে এসে বলিভিয়ার জালে আরও তিনটি গোল দেয় উরুগুয়ে। ৭৭তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাহো তৃতীয় গোলটি করেন দলের হয়ে। ৮১তম মিনিটে ফেডেরিকো ভালভার্দে আর ৮৯তম মিনিটে রদ্রিগো বেন্তা বেন্তানকুর গোল করে দলের বিশাল জয়ে অবদান রাখেন। গোল উৎসব করেই মাঠ ছাড়ে ফর্মে থাকা দলটি।
এই জয়ের ফলে টেবিলের শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে ৬ পয়েন্ট নিয়ে। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেবল ড্র করলেই কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে একটি ম্যাচেও জয় না পাওয়া বলিভিয়া কোনো পয়েন্ট না নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। কাগজে-কলমে এখনও আশা থাকলেও, দলটির বিদায় এক প্রকার নিশ্চিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post