গোল করতে না পেরে মেজাজ হারান রোনালদো

0
64

স্পোর্টস ডেস্ক:: ম্যাচটি জিতলে শিরোপার দৌড়ে আরেকটু এগিয়ে যাওয়া যেতো। কিন্তুু সেটা হয়নি। আল ফায়হার বিপক্ষে রোনালদোদের দল আল নাসর গোল পায়নি। গোল শুন্য সমতায় শেষ করতে হয়েছে ম্যাচ। আর তাতেই মেজাজ হারিয়েছেন রোনালদো। তেড়ে গেছেন প্রতিপক্ষ ফুটবলারের দিকে।

আগের ম্যাচে জোড়া গোল করেছেন। তার আগে জাতীয় দলের জার্সিতেও গোল পেয়েছেন। আল ফায়হার বিপক্ষে গোল না পেয়ে তাই মেজাজ টিক রাখতে পারেননি পর্তুগিজ তারকা। খেলা শেষে করমর্দন করেননি প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথেও।

আল ফায়হার উইঙ্গার আলি আল জাকান অভিযোগ করেছেন রোনালদো অখেলোয়াড় সুলভ আচরণ করেছেন। এমন বিশ্বমানের তারকার কাছ থেকে অমন আচরণ আশা করেননি তিনি। টেবিলের দশ নম্বর দল আল ফায়হা রুখে দেয় দ্বিতীয় স্থানে থাকা আল নাসরকে।

ম্যাচ শেষে রোনালদো ড্রেসিং রুমে ফেরার পথে উগ্র মেজাজ দেখান। আলি আল জাকানের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘তুমি কি খেলতে চাও না?’ প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই মাঠ ত্যাগ করে তিনি। এর আগেও সৌদী প্রো লিগে মেজাজ হারিয়েছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here