গোল করেই সেজদায় সাদিও মানে

0
34

স্পোর্টস ডেস্ক:: ফুটবল মাঠে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিয়ে সেনেগালের মুসলিম ফুটবলার সাদিও মানের সেজদায় পড়ে যাওয়ার দৃশ্য নিয়মিতই দেখছেন সমর্থকেরা। এবার আরো একবার দেখা গেলো সেই দৃশ্য।

সৌদীর কিংস কাপে সাদিও মানের দল আল নাসর খেলছিলো আল ওহেদের বিপক্ষে। ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সাদিও মানে। এরপর কিবলা মুখী হয়ে সোজা সেজদায় পড়ে যান তিনি।

রোনালদো বিহীন আল নাসর ৫-১ গোলের বড় জয় পেয়েছে ম্যাচে। দলের এক হালি এক গোলের সূচনাটা করেছিলেন সাদিও মানে। আল নাসর জিতলো রীতিমতো গোল উৎসব করে। সৌদীর কিংস কাপে আল ওহেদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।

কিংস কাপে আল ওহেদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আল নাসর। সাদিও মানের গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ওহেদ সমতায় ফেরে। তবে দ্বিতীয়ার্ধে এক তরফা আধিপত্য ধরে রেখে নাসর আরো এক হালি গোল দেয়। তাতেই নিশ্চিত হয় ৫-১ ব্যবধানের বড় জয়।

ম্যাচের ১৬তম মিনিটেই লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে সাদিও মানে গোলের সূচনা করেন। ১-০ গোলে এগিয়ে যাওয়া নাসর এই লিড অবশ্য বিরতির আগ পর্যন্ত ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ওহেদ। কনরাড মিচালক যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের ‘ড্র’ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আল নাসর দুর্দান্ত হয়ে উঠে। ওহেদ কোনঠাসা হয়ে একের পর এক গোল হজম করতে থাকে। ম্যাচের ৬২তম মিনিটে সেকো ফোফানা ব্যবধান ২-১ করে ফেলেন। লিড নেওয়া ম্যাচে নাসরকে মিনিট দশেক পরেই এগিয়ে দেন তালিসাকা। ৭৩তম মিনিটে তার গোলে সাদিও মানেরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

পিছিয়ে পড়া ওহেদ ঘরে দাঁড়ানোর চেষ্টা করছিলো। তবে সুযোগ পাচ্ছিলো না দলটি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে তারা। খুব একটা আক্রমণে যাওয়ারও সুযোগ পায়নি। ম্যাচের ৮১তম মিনিটে আয়মান ইয়াহইয়ার গোলে আল নাসর এগিয়ে যায় ৪-১ গোলে।

মিনিট পাঁচেক পরেই সামি আল নাজি ওহেদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। ম্যাচের ৮৬তম মিনিটে তিনি আল নাসরের হয়ে পঞ্চম গোলটি করেন। তাতে সিআর সেভেনের দলের ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here