গোল করে প্রিয় রোনালদোর উদযাপন করলেন রদ্রিগো

0
71

স্পোর্টস ডেস্কঃ চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। ফিরতি লেগ চেলসির মাঠে হওয়ায় অনেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছিলেন। কিন্তু ব্লুজদের কোনো সুযোগই দিল না কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে ফিরতি লেগে চেলসিকে একই ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে সেমিতে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন রদ্রিগো। এরপরই মেলে ধরেন ক্রিশ্চিয়ানোর রোনালদোর মতো করে উদযাপন।

গোলের পর রদ্রিগো দৌড়ে কিছু দূর গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সঙ্গে হাত দুটো নামিয়ে আনেন শরীরের পাশে। কেন রোনালদোর মতো এমন উদযাপন? ম্যাচ শেষে রদ্রিগো জানিয়েছেন, পর্তুগিজ তারকা তাঁর আদর্শ। রদ্রিগো বলেন, ‘গোল করার পর তাৎক্ষণিকভাবে ভেবেছিলাম হাঁটু গেড়ে নিজের চিরাচরিত স্লাইড মেরে উদ্‌যাপন করব। কিন্তু হাঁটু ভাঁজ করতে গেলে একটু ব্যথা করে তাই আমার আদর্শ রোনালদোকে নকল করার ভাবনাটা মাথায় আসে, যেভাবে সে উদ্‌যাপন করে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here