স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় দুই ম্যাচ খেলে এখনও গোলের স্বাদ পাননি কিলিয়ান এমবাপে। এই ফরোয়ার্ড অবশ্য গোল না পেলেও অস্থির নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় গত রোববার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচটিতে বেশ কয়েকটি সুযোগ পান এমবাপে। তবে কাজে লাগাতে পারেন নি। এর আগে মায়োর্কার বিপক্ষেও গোল পান নি গত জুনে পিএসজি ছেড়ে রিয়ালে আসা এই তারকা।
লা লিগায় আজ (বৃহস্পতিবার) রাতে রিয়াল মাদ্রিদ খেলবে লাস পালমাসের মাঠে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, প্রথম দুই ম্যাচে গোল করতে না পারলেও ফরাসি তারকাকে নিয়ে তাই দুর্ভাবনার কিছু দেখছেন না তিনি। আনচেলত্তি বলেন, ‘তার (এমবাপে) সবশেষ গোলটি ছিল ১৪ অগাস্ট। এরপর মাত্র দুই সপ্তাহ হয়েছে, এতে চিন্তার কোনো কারণ নেই। ক্লাব হিসেবে কিংবা তাকে নিয়ে আমরা চিন্তিত নই। সে এখানে খুব খুশি, আনন্দিত, আমি নিশ্চিত সে পরের ম্যাচে গোল করতে চায়। সে সত্যিই ভালোভাবে উন্নতি করছে। আমি তাকে প্রতিদিন আরও ভালো করতে দেখছি, সে রোমাঞ্চিত, অনুপ্রাণিত, সে ভালোভাবে অনুশীলন করছে। আমি মনে করি, তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়া ভালোভাবেই চলছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০