গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিপুর

0
47

নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাটে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হরিপুরের ইলিভেন ব্রাদার্স  ফুটবল ক্লাব। ফাইনালে তারা হরিপুরের আরেক ক্লাব লাদেন ফুটবল একাদশ হেমু কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

শনিবার বিকালে গোয়াইনঘাটের সীমান্তবর্তী গ্রাম পান্তুুমাই মাঠে এই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। চ্যাম্পিয়ন ইলিভেন ব্রাদার্স এর পক্ষে গোল দুটি করেন শরিফ ও রাসেল।

গোয়াইনঘাটের ভারত সীমান্তবর্তী  পান্তুমাই ফুটবল মাঠে টুর্নামেন্টিতে সর্বমোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল সবশেষে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টির সমাপ্তি ঘটলো।

টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন দল পায় একটি ল্যাপটপ।  আজকের ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের দুদল হওয়ায় জমজমাট ফাইনাল খেলা উপভোগ করার জন্য হরিপুরের অনেক ফুটবল প্রেমী দর্শক গোয়াইনঘাটের ভারত সীমান্তবর্তী  এই পান্তুমাই ফুটবল মাঠে খেলা দেখতে আসেন। তাছাড়া সীমান্তের অপার থেকে ভারতের কিছু ফুটবল প্রেমী দর্শকও খেলা দেখতে আসেন।

আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং এর ইউপির চেয়ারম্যান ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here