স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর সেখানে অংশ নিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখনও বিশ্বকাপের জন্য ভেন্যু চূড়ান্ত হয়নি। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন কোন ভেন্যুতে হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো।
ধারণা করা হচ্ছে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর শেষ হতেই বিশ্বকাপ ভেন্যুর তালিকা প্রকাশ করবে স্বাগতিক ভারত। বিসিসিআই ইতিমধ্যেই বেশ কিছু ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে। এর মধ্য থেকে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডেরও চাহিদা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে চাওয়া হয়েছে ভারতের গৌহাটি ও কলকাতাকে ভেন্যু হিসেবে। মূলত বাংলাদেশের সাথে কাছাকাছি হওয়ায়, এখানকার সাথে বাড়তি সম্পর্ক থাকায় এই চাওয়া। এছাড়া বাংলাদেশের দর্শকরাও সহজে যেতে পারবেন সেখানে।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী সব মিলিয়েই বাংলাদেশ দলের অধিকাংশ ম্যাচগুলো গৌহাটি ও কলকাতায় পড়ার সম্ভাবনা বেশি। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করার পরই চূড়ান্ত হবে সবকিছু। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে পারে ওয়ানডে বিশ্বকাপের আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা