গ্যাকপোর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস

0
87

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছে নেদারল্যান্ডস। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার। ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হয়েছে রাত ৯টায়। আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

ম্যাচের ২৬তম মিনিটেই লিড নিয়েছে ডাচরা। স্ট্রাইকার গ্যাকপোর গোলে এগিয়ে গেছে নেদারল্যান্ডস। যেখানে তাকে এসিস্ট করেছেন ক্লাসেন। এই লিডে জয়ের সম্ভাবনা নেদারল্যান্ডসের উজ্জ্বল হলো। এদিকে আসরে তিন ম্যাচ খেলতে নেমে, তিনটিতেই গোলের দেখা পেলেন গ্যাকপো। যৌথভাবে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা কাতার বিশ্বকাপের।

এই ম্যাচে ৩-৪-১-২ ফরমেশনে দলকে খেলতে নামিয়েছেন লুইস ফন গাল। অপরদিকে ডিফেন্সকে শক্ত রেখে ৫-৩-২ ফরমেশনে খেলতে নেমেছে কাতার।

দুই দলের লড়াইয়ের ম্যাচটি খুব বেশি সমীকরণ নেই। নেদারল্যান্ডসের সামনে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। পরের রাউন্ডে যেতে গেলে শুধু ড্র করলেই চলবে তাদের। তবে অঘটনের শিকার হয়ে হারলে বিপদ রয়েছে। অনিশ্চিতায় পড়বে শেষ ষোলো। অন্য ম্যাচের ফলের উপর চেয়ে থাকতে হবে। অপরদিকে স্বাগতিক কাতার সবার আগে ছিটকে গেছে আসর থেকে। তাই তাদের হারানোর কিছু নেই।

১টি করে জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে সবার শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। আর দুই হারে কোনো পয়েন্ট না নিয়ে সবার নিচে অবস্থান করছে স্বাগতিক কাতার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here