স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের ১৩ বছরের উইকেট নিয়েছে ১২টি। উত্থান পতন হচ্ছে তার। সবই যেনো বাংলাদেশের বিপক্ষে। টাইগার দলের অধিনায়ক যখন ছিলেন খালেদ মাসুদ সুজন তখন তিনি খেল ছিলেন। এবার সুজন ম্যানেজার, ব্যাটি কিন্তুু খেলোয়াড়।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছে, সর্ব শেষ ম্যাচ খেলেছেন এই বাংলাদেশের বিপক্ষেই। কিন্তুু দীর্ঘ দিন পর ফিরেও যেনো জৌলস কমেনি। টাইগারদের সেরা ব্যাটসম্যান, ইংলিশদের বিপক্ষে সব সময় রান করা তামিম ইকবালকে তিনিই পাঠিয়ে ম্যাচ নিয়েছেন ইংলিশদের পক্ষে। পুরনো চালে যেনো ভাত বেড়েছে।
গ্যারেথ ব্যাটি ক্যারিয়ারের প্রথম টেস্টে যাদের সঙ্গে খেলেছিলেন, তাদের কেউই এখন আর জাতীয় দলে খেলেন না। ক্রিকেটই খেলে হাতেগোনা কয়েকজন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের অষ্টম টেস্ট ম্যাচটি খেলছেন ব্যাটি। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে তার অভিষেকই হয়েছিলো এই বাংলাদেশে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০০৩ সালে। তখন খালেদ মাহমুদ সুজনের দলের বিপক্ষে সাত উইকেটে জিতেছিলো ব্যাটি-মাইকেল ভনরা। চলতি টেস্টেও বাংলাদেশ দলে রয়েছেন সুজন। কিন্তু ক্রিকেটার হিসেবে নয়, দলের ম্যানেজার হিসেবে।
গ্যারেথ ব্যাটি ১৩ বছরে খেলেছে আট ম্যাচ। উইকেট নিয়েছে ১২টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০