স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ইনজুরির সাথে লড়াই করছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সুপারস্টার আল হিলালে যোগ দেওয়ার পর থেকে খুব বেশি সময় খেলতে পারেননি। তবে তার দল সৌদি সুপার লিগের ফাইনালে যখন উঠল, তখন আর বসে থাকতে পারলেন না। মাঠে এসে যোগ দিলেন দলের ফাইনাল খেলা উপভোগে।
বৃহস্পতিবার রাতে সৌদি সুপার লিগের ফাইনালে মাঠে নেমেছিল আল হিলাল। আর আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচে করিম বেনজেমার দল আল ইত্তিহাদকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে আল হিলাল। গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন নেইমার।
ফাইনাল ম্যাচ শেষেই অবশ্য মাঠে চলে আসেন তিনি। দলের সাথে চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে সামিল হন। শুধুমাত্র উদযাপনেই সীমাবদ্ধ থাকেননি, মঞ্চে উঠেন ট্রফি গ্রহণ করার সময়। পরবর্তীতে মেডেল ও ট্রফি গ্রহণ করেন। দলের পুরো উদযাপনেই সামিল করেন নিজেকে।
Discussion about this post