গ্রাহাম পটারকে বরখাস্ত করল চেলসি

0
68

স্পোর্টস ডেস্কঃ চাকরি হারালেন চেলসি কোচ গ্রাহাম পটার। রোববার রাতে এক বিবৃতিতে এই কোচকে বরখাস্তের খবর জানিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। গত সেপ্টেম্বরে ব্লুজদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে সাফল্যের মুখ দেখাতে পারেন নি চেলসিকে। সবশেষ গত শনিবার তারা হেরে গেছে অ্যাস্টন ভিলার কাছে।

২-০ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের নিচের অর্ধে নেমে গেছে চেলসি। তাদের ১১-তে নামিয়ে নবম স্থানে উঠেছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরি গত অক্টোবরে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভিলা ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়েছে। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। আর সমান খেলে চেলসির পয়েন্ট ৩৮।

চলতি মৌসুমে ক্লাবের নতুন মালিকের অধীন নতুন এক মিশন নিয়ে মাঠে নেমেছিল চেলসি। দামি ফুটবলারদের ভিড়িয়ে শক্তিশালী একটা দল গড়তে চেয়েছিল ব্লুজ। সে লক্ষ্যে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মাঠে নামলেও তার সুফল এখন পর্যন্ত পায়নি তারা। শুধু শীতকালীন ট্রান্সফারে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে ফুটবলার কিনে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।

তবে লিগে যাচ্ছেতাই অবস্থা চেলসির। দলের এমন বাজে অবস্থার দায় এড়ানোর উপায় নেই কোচ পটারের। একের পর এক ম্যাচ হারায় ভক্তদের রোষানলে পড়তে হয় ৪৭ বছর বয়সী এই কোচকে। শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা আছে অনিশ্চয়তার মুখে। এমন অবস্থায় ক্ষুদ্ধ সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিল পটারকে। কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয় তাকে। এবার এই কোচকে বিদায় করে দিয়েছে চেলসি।

পটার এর আগে প্রিমিয়ার লিগে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের দায়িত্বে ছিলেন। গত বছরের শেষদিকে চেলসি তৎকালীন টমাস টুখেলের জায়গায় আসেন তিনি। টুখেলকেও বরখাস্ত করেছিল স্টামফোর্ড ব্রিজের দলটি। প্রিমিয়ার লিগ ছাড়াও পটার কাজ করেছেন সুইডিশ দল ওস্টারসান্ডে। এছাড়া ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের দল সোয়ানসি সিটিরও কোচ ছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here