স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের জার্সিতে রেকর্ড ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন অ্যান্তনি গ্রিজমান। তবে এবার চোটের কারণে থামছে এই ফরোয়ার্ডের টানা খেলা। মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্সের জার্সিতে খেলা হচ্ছে না অ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকার।
২০১৭ সালের পর প্রথমবার গ্রিজমানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলবে ফ্রান্স। গত সাত বছরে ফ্রান্সের হয়ে টানা ৮৪টি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড চোটের কারণে ছিটকে গেছেন জাতীয় দল থেকে। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে এই খবর।
আগামী শনিবার পার্ক অলিম্পিক লিওনিসে জার্মানি এবং ২৬ মার্চ স্ট্যাডে ভেলেড্রোমে চিলির বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। এদিকে গ্রিজমানকে ছাড়া ফ্রান্স সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৭ সালের ১৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে টানা ৮৪টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই তারকা। ফ্রান্সের হয়ে ১২৭ ম্যাচে তিনি গোল করেছেন ৪৪টি। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোল—দুই তালিকাতেই চতুর্থ স্থানে আছেন গ্রিজমান। এবার তিনি অ্যাঙ্কেলের চোটে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে লাৎসিওর মাতেও গেনদুজিকে দলে ডেকেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post