স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। শনিবার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে জুনিয়র টাইগ্রেসদের হার ৫ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করতে ১০৬ রান করে বাংলাদেশ। রান তাড়ায় ৭ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা ৪.২ ওভারেই ২৬ রান তুলে ফেলেন। এরপর মিষ্টি ফিরেন ১৪ বলে ২ চারে ১২ রান করে। সেখান থেকে আফিয়া ও দিলারা ২৫ রানের জুটি গড়েন। দশম ওভারের শেষ বলে দলীয় ৫১ রানের মাথায় দিলারাও ফিরেন। ২০ বলে ৩ চারে ১৭ রান আসে তার ব্যাট থেকে। ৫৬ রানে আফিয়া ফিরেন ৩৩ বলে ৩ চারে ২১ রান করে।
এরপর ৮৭ রানের মাথায় জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে হাত খুলে খেলতে থাকা স্বর্ণা আউট হন ১৮ বলে ২ চারে ২০ রান করে। এরপর মারুফা আক্তার আউট হন শূন্যরানে। সেখান থেকে সুমাইয়া আক্তার ও রাবেয়া খান দলীয় সংগ্রহকে ১০৬ পর্যন্ত টেনে নেন। শেষ ওভারের শেষ বলে ১০৬ রানের মাথায় আউট হন সুমাইয়া। ২৮ বলে ১ চারে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার কাইলা রেইনিকে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন।
১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার এলান্ড্রি জানসেকে দলীয় ৪ রানে ফিরিয়ে ভালো শুরুর আবওহা তৈরী করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর সাইমন লরেন্সকে দলীয় ৩০ এবং রেনেকেকে ৩৩ রানের মাথায় রাবেয়া খান ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে ফেরান। এরপর নিজের পরের ওভারে এসে আরেক ব্যাটার মাইনে স্মিটকে ক্যাচ আউট করেন রাবেয়া।
তবে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় প্রোটিয়া মেয়েরা। এরপর পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করে প্রোটিয়াদের জয়ের পথ মসৃণ করে দেন ম্যাডিসন ল্যান্ডসম্যান। তিনি একাই করেন ৩৮ বলে ৩৭ রান। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কারাবো মেসো। তিনি অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০