স্পোর্টস ডেস্কঃ বেলজিয়ামের শীর্ষ গোলদাতা রোমেলু লুকাকুকে কাতার বিশ্বকাপ থেকে বাদ দেননি কোচ রবার্তো মার্তিনেজ। ‘সোনালি প্রজন্ম’ অটুট রাখতে তাকে নিয়েই দল ঘোষণা করল বেলজিয়াম। যদিও ইন্টার মিলানের এই ফরোয়ার্ড বর্তমানে চোটে আছেন।
কাতার বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর কানাডার বিপক্ষে। ‘এফ’ গ্রুপে অপর দুটি ম্যাচ ২৭ নভেম্বর (মরক্কো) ও ১ ডিসেম্বর (ক্রোয়েশিয়া)। বিশ্বকাপ দলে ২৬ জনের শক্তিশালী দল দিয়েছে বেলজিয়াম।দলে আছেন থিবো কর্তোয়া, এডেন হ্যাজার্ড ও ডি ব্রুইনেরা। রেড ডেভিলদের ডিফেন্ডারদের মধ্যে আছেন ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, থমাস মুনিয়ের ও টিমোথি কাস্টানিয়ে।
শতভাগ ফিট নন, তবু কাতার বিশ্বকাপে বেলজিয়ামের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন লুকাকু। বিশ্বকাপ শুরুর আগমুহূর্ত পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করতে চান কোচ মার্তিনেজ। লুকাকুর ফিটনেসের ব্যাপারে বেলজিয়াম কোচ বলেছেন, ‘সে শতভাগ ফিট নয়; কিন্তু গত তিন দিনে সে উন্নতি করেছে। গ্রুপ পর্বে অন্তত এক ম্যাচ খেলতে পারবে সে। ২২ নভেম্বর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’