গ্রেপ্তার লামিচানে

0
93

স্পোর্টস ডেস্কঃ নেপালের জাতীয় দলের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানেকে গ্রেফতার করল নেপাল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পুলিশের হেফাজতে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে।

লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। মামলার সময় সিপিএল টি–টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ানে ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়ার ঘণ্টাখানেক আগে লামিচানে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি বলেন, এই তদন্তে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

গত ৮ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। অভিযোগ ওঠার পর দেশ ছেড়েছিলেন তিনি। এক পর্যায় সন্ধান না পাওয়ায় নেপাল পুলিশ ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছিল। নেপাল পুলিশের এই কথা মেনে নিয়ে ইন্টারপোল লামিচানের বিরুদ্ধে ডিফিউশন নোটিশ জারি করেছিল।

লামিচানে নিয়মিত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন। সিপিএলের আগে ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও খেলেছেন। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। নেপালের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই স্পিনার দ্যুতি ছড়িয়েছিলেন নিজের লেগ স্পিন দিয়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here