গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে সারে জাগুয়ার্সের একাদশে লিটন

0
70

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনাল খেলছে সারে জাগুয়ার্স। এই দলের হয়ে টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের তারকা লিটন দাস। টাইগার উইকেটরক্ষক ব্যাটার খেলছেন শিরোপা নির্ধারণী ম্যাচেও।

আসরের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নেমেছে সারে জাগুয়ার্স ও মন্ট্রিল টাইগার্স। দুই দলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে টস জিতে মন্ট্রিল টাইগার্স অধিনায়ক ক্রিস লিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে আগে ব্যাট করতে নেমেছে ইফতেখার আহমেদের নেতৃত্বাধীন সারে জাগুয়ার্স।

ম্যাচে সারের একাদশে আছেন লিটন দাস। অপরদিকে আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের দল মন্ট্রিল টাইগার্স। যদিও সাকিব ৫ ম্যাচ খেলেই মন্ট্রিল ছেড়েছেন। সাকিব থাকলে লিটনের সঙ্গে দারুণ এক লড়াই হতো। তবে সেই সুযোগ আর এখন নেই। কেননা সাকিব ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

সারে জাগুয়ার্স একাদশ
ইফতেখার আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হারিস, যতীনদার সিং, লিটন দাস, পরাগত সিং, আয়ান খান, ম্যাথিয় ফরডে, ডিলিন হেইলিগার, সন্দীপ লামিচানে, স্পেঞ্চার জনসন ও আম্মার খালিদ।

মন্ট্রিল টাইগার্স একাদশ
ক্রিস লিন (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, শ্রীমন্ত ভিয়েরত্নে, দিলপ্রীত সিং, শেরফানে রাদারফোর্ড, দীপেন্দ্র সিং আইরে, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, আয়ান ফজল খান, আব্বাস আফ্রিদি ও কলিম সানা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here