স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে ছাড়পত্র পেলেন লিটন দাস। একই সাথে সাকিব আল হাসানকেও বিসিবি লঙ্কা প্রিমিয়ার লিগ ও গ্লোবাল টি-টোয়েন্টি খেলার অনুমতি দিয়েছে। শ্রীলঙ্কার টুর্নামেন্টে সাকিব খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁর দল মন্ট্রিল টাইগার্স।
গ্লোবাল লিগে লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই দুজনের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জালাল ইউনুস বলেন, ‘সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবে।’
লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। আগামী ৩০ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ আগস্ট। আর গ্লোবাল টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। যা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ৬ আগস্ট। আসন্ন এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে এনওসি জটিলতায় গত মার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি সাকিবের। তবে আসন্ন কানাডার টি-টোয়েন্টি লিগ ও শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে বাঁধা নেই এই অলরাউন্ডারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post