স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার থেকে পর্দা ওঠেছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের। করোনার কারণে দুই মৌসুম বিরতি দিয়ে মাঠে ফিরছে টুর্নামেন্টটি। এবারের আসরে খেলছেন দুই বাংলাদেশি তারকা। আর তারা হলেন লিটন দাস ও সাকিব আল হাসান।
এবারের আসরে লিটন দাসকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের নবাগত দল সারে জাগুয়ার্স। অপরদিকে সাকিব আল হাসানকে সর্বোচ্চ মার্কি ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে মন্ট্রিল টাইগার্স। এই দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে শুক্রবার দিবাগত মধ্যরাতে।
একে অপরের মুখোমুখি হবে সারে জাগুয়ার্স ও মন্ট্রিল টাইগার্স। বাংলাদেশ সময় রাত ১.৩০টায় শুরু হবে ম্যাচটি। ব্র্যাম্পটনের মাঠে হবে খেলা।
এই ম্যাচে লিটন ও সাকিব দুজনেরই খেলার কথা। লিটনকে তার দল সারে জাগুয়ার্স সহ-অধিনায়ক করেছে আসরে। অনুশীলনে লিটন যে বেশ ঘাম ঝরাচ্ছেন তা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে সাকিবও ইতিমধ্যেই গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে দেশে ছেড়ে গেছেন। এই ম্যাচে বাংলাদেশের সুপারস্টারের খেলার কথা রয়েছে।
লিটনের দল সারে জাগুয়ার্সে আছেন একাধিক তারকা। পাকিস্তানের ইফতেখার আহমেদ, মোহাম্মদ হারিস, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার জেসন বেহেরনডর্ফ, আফগানিস্তানের করিম জানাত, নেপালের সন্দীপ লামিচানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে সাকিবের দল মন্ট্রিল টাইগার্সে আছেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন, উইন্ডিজের আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা। যদি আন্দ্রে রাসেল এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে ব্যস্ত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post