স্পোর্টস ডেস্ক:: কানাডার গ্লোবার টি-২০ লিগে খেলছেন দু’জন বাংলাদেশী তারকা। সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের দল বাংলা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে মন্ট্রিল টাইগার্সের কাছে।
সাকিব বাংলা টাইগার্সের অধিনায়ক। প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল। তবে ব্যাট-বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। তার দলও তাই হেরেছে ৩৩ রানে মন্ট্রিল টাইগার্সের কাছে।
আগে ব্যাট করে মন্ট্রিল টাইগার্স সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান। মন্ট্রিল টাইগার্সৈর হয়ে ৪৪ রান করেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ৪১ রান করে সংগ্রহ করেন অ্যাস্টন অ্যাগার এবং দিলপ্রিত বাজওয়া। এছাড়া ৪০ রান করেন বেন মানেন্তি।
বাংলা টাইগার্সের হয়ে ৪ ওভার বল করেন শরিফুল। মেডেনসহ ১৬ রানে একটি উইকেট শিকার করেন তিনি। সাকিব ৪ ওভারে ৩০ রান খরচ করেও পাননি কোনো উইকেটের দেখা।
১৯০ রানের টার্গেটে খেলতে নামা বাংলা টা্ইগার্স রহমানুল্লাহ গুরবাজের ৩৯ বলে ৬৪ রানের ইনিংসের পর ৮ উইকেটে ১৫৬ রানে থামে। ২৪ বলে ২৮ রান করেন ইফতিখার আহমেদ। সাকিব আল হাসান ৬ বল খেলে আউট হন ৩ রান করে।
মন্ট্রিল টাইগার্সের আয়ান আফজাল খান ৪০ রান দিলেও নেন ৪ উইকেট। ২ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post