স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের তারকা পেসার তানজীম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গ্লোবার সুপার লিগ শুরু করেছে জয় দিয়ে। বল হাতে দুই উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব নিজেও।
গায়ানায় অনুষ্টিত সুপার লিগের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৬ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্সকে।আগে ব্যাট করা লাহোর গায়ানার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৫ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নামা গায়ানা মাত্র চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা লাহোর গায়ানার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ইনিংসের চার বল বাকী থাকতে ১২৫ রানে অলআউট হয় যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন টম এবোল। ৪৫ বলের ইনিংসে তিনি দুই চার ও এক ছক্কা হাঁকিয়েছেন।
সাকিব-প্রিটোরিয়াসদের বোলিং তোপে পড়া লাহোরের অন্য ব্যাটাররা খুব একটা সফল হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন অ্যাডাম রিসিংটোন। দুই ছক্কা ও তিন চারে ১৯ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়াও ১১ রান করেছেন লুক উইলস। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
গায়ানার হয়ে প্রিটোরিয়ার্স চার ওভারে ২১ রানে চারটি, তানজীম হাসান সাকিব ৩.২ ওভারে ২০ রনে দু’টি উইকেট লাভ করেছেন।
১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা গায়ানা শাই হোপের অপরাজিত ইনিংসে মাত্র চার উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে। ওপেনার মঈন আলি করেন ১৭ রান। ১৯ বলের ইনিংসে তিনি তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ১৪ রান করেছেন শিমরণ হেডমায়ার ১৫ রান করেছেন রোস্টন চেজ।
দুই অপরাজিত ব্যাটসম্যানের ব্যাটে সহজেই জয় পায় গায়ানা। দু’টি করে চার ও ছক্কায় ৪৩ বলে ৪৫ রান অপরাজিত থাকেন শাই হোপ। তার সঙ্গী হন ২৭ রানে অপরাজিত থাকান কিমো পল। ১৩ বলের ইনিংসে তিনিও দু’টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন।
লাহোরের হয়ে সালমান মিজা ও আরিফ আফ্রিদী ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র.ডেস্ক.০০