স্পোর্টস ডেস্ক:: লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বার্সেলোনা এবার শুরুতেই হোঁচট খেলো। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আটকে গেলো দলটি। হেতাফের বিপক্ষে জিততে পারেনি লেভানডফস্কিরা। ঘটনাবহুল ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বার্সাকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে।
প্রথমার্ধে ১০ জনের দল হয়ে যাওয়া বার্সা কোচ জাভিও লাল কার্ড দেখেছেন। উত্তেছনা ছড়ানো ম্যাচে লাল কার্ড দেখেছেন হেতাফেরও একজন ফুটবলার।
পরপর দুই হলদু কার্ডে প্রথমার্ধের ৪২তম মিনিটে লাল কার্ড দেখেন বার্সার রাফিনহা। দ্বিতীয়ার্ধে হেতাফেও হয়ে যায় ১০ জনের দল। ৫৭তম মিনিটে হাইমে মাতাও লাল কার্ডের শিকারে চলে যান মাঠের বাইরে। ৭০তম মিনিটে লাল কার্ড দেখেন বার্সা কোচ জাভিও।
নিজেদের প্রথম ম্যাচেই পেদ্রি-লেভানডফস্কিরা গোল শুন্য ‘ড্র’ করেছে হেতাফের বিপক্ষে। দুই অর্ধ মিলিয়েও গোল আদায় করতে পারেনি চ্যাম্পিয়নমরা। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তাই পয়েন্ট খোঁয়াতে হলো তাদের।
রাতের ম্যাচে হেতাফের মুখোমুখি হয় বার্সেলোনা। শুরু থেকেই দারুণ খেলা স্প্যানিশয় জায়ান্টরা গোলের দেখা পায়নি ভালো খেলেও। বারবার আক্রমণ করেও হেতাফের প্রাচীর টপকাতে পারেনি। শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখলেও হেতাফেও পায়নি গোলের দেখা।
মৌসুমের প্রথম ম্যাচেই তাই লেভানডফস্কিরা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো। গোল শুন্য সমতায় ম্যাচটি শেষ হওয়ায় পয়েন্ট হারিয়ে শুরু হলো চ্যাম্পিয়ন নতুন মৌসুম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post