ঘরের মাঠেও পাকিস্তানের বোলিং কোচ গুল

0
77

স্পোর্টস ডেস্কঃ আগামীকাল (১৪ এপ্রিল) থেকে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে খেলা হবে দুই সিরিজ। ৫ টি-টোয়েন্টির সিরিজ শেষে সমানসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে দু’দল। কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রান্ড ব্রাডবার্ন।

কিউই সিরিজে আগের মতোই বোলিং কোচের দায়িত্বে থাকবেন সাবেক পেসার উমর গুল। পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬৪টি টি-টোয়েন্টি খেলা এই পেসার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ২০২০ সালে। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার।

ডানহাতি সাবেক পেসার গুল পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটের পর গত মাসে আফগানিস্তান দলকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে অভিষেক হয় তাঁর। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বোলিং কোচের দায়িত্বে থাকছেন তিনি।

পাকিস্তান ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সূচি-

১৪ এপ্রিল – ১ম টি-টোয়েন্টি, লাহোর।

১৫এপ্রিল – ২য় টি-টোয়েন্টি, লাহোর।

১৭ এপ্রিল – ৩য় টি-টোয়েন্টি, লাহোর।

২০ এপ্রিল – ৪র্থ টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।

২৪ এপ্রিল – ৫ম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি।

ওয়ানডে সিরিজ সূচি-

২৭ এপ্রিল – ১ম ওয়ানডে, রাওয়ালপিন্ডি।

২৯ এপ্রিল – ২য় ওয়ানডে, রাওয়ালপিন্ডি।

৩ মে – ৩য় ওয়ানডে, করাচি।

৫ মে – ৪র্থ ওয়ানডে, করাচি।

৭ মে – ৫ম ওয়ানডে, করাচি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here