নিজস্ব প্রতিবেদকঃ ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুক্রবার নিজেদের মাঠে ২৬ রানে হেরেছে বন্দর নগরীর দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের ২০২ রানের জবাবে ১৭৬ রানে থামে শুভাগত হোমের দল। আসরে এটি তাদের দ্বিতীয় হার। অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের বরিশাল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল চট্টগ্রাম। ৪ ওভারেই স্বাগতিকরা স্কোর বোর্ডে জমা করে বিনা উইকেটে ৪০ রান। তবে ব্যক্তিগত ১৯ বলে ৩৬ রান করা উসমান ফিরলে অনেকটা ধীরগতি হয়ে যায় তাদের রানের চাকা। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড ২৯ বলে ২৯ রানের ধীরগতির ইনিংস খেলেছেন।উন্মুখ চাদঁও দলের হাল ধরতে পারেন নি। ২১ বলে মাত্র ১৬ রান করেছেন তিনি।
চাপে পড়ে দ্রুত রান তুলতে গিয়ে ২১ বলে ২৮ রান করে ফিরতে হয় আফিফকে। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন জিয়াউর রহমান। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন সাকিব, খালেদ আহমেদ, কামরুল ইসলাম ও করিম জানাত।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশাল ওপেনিংয়ে দেখায় চমক। এনামুল হক বিজয়ের সঙ্গে এবারের আসরে প্রথমবারের মতো ওপেন করতে দেখা যায় মেহেদি হাসান মিরাজকে। ওপেনিং জুটিতে ৩৩ রান তুলে বিদায় নেন মিরাজ। ১২ বলে ৩ চার আর ১ ছক্কায় ২৪ করেন তিনি। এরপর সাকিব আল হাসান ৩ বলে ৮ করে বোল্ড হন মৃত্যুঞ্জয়ের বলে।
২১ বলে ৫ বাউন্ডারিতে ৩০ করেন বিজয়। ১৭ বলে ২৫ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। এদিকে দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ইব্রাহিম জাদরানের। ৪৮ রান করা এই আফগান ব্যাটার ফেরার আগে খেলেছেন ৩৩ বল। ৩ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন ইফতিখার। ছয়ে নেমে ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এই পাকিস্তানি ক্রিকেটার। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ৪ ওভারে অবশ্য ৪৯ রান দিয়ে বসেন তিনি। তবে রাহির চেয়ে আরো খরুচে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪ ওভারে ৫৩ রান দিয়ে তিনি শিকার করেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post