স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটি ছেড়ে এসে যেনো নিজের পুরনো জাদু ফিরিয়ে আনলেন ব্রাজিলিয়ান তারকা জেসুস। ঘরের মাঠে আর্সেনালের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। আর্সেনাল তাকে দলে ভিড়িয়ে যে ভুল করেনি সেটি ক্লাবটির মাঠে অভিষেক ম্যাচেই জানিয়ে দিলেন তিনি।
শনিবার প্রাক-মৌসুম প্রস্তুুতির ম্যাচে আর্সেনাল ঘরের মাঠে নেমেছিলো সেভিয়ার বিপক্ষে। একচেটিয়া ম্যাচটিতে আর্সেনাল জয় পেয়েছে ৬-০ গোলের। তবে এতো বড় জয় ছাপিয়ে হ্যাটট্রিক করে সব আলো কেড়ে নিয়েছেন ক্লাবটিতে যোগ দেওয়া জেসুস।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দারুণ ক্রীড়া নৈপুণ্য উপহার দেন জেসুস। তার হ্যাটট্রিকের দিনে জোড়া গোল করেছেন বুকাইয়া সাকো। ম্যাচের ১৯তম মিনিটের মধ্যেই সেভিয়ার জালে চারবার বল পাঠায় আর্সেনাল। জেসুস করেন হ্যাটট্রি।
লা লিগার জায়ান্ট সেভিয়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি। আর্সেনালের একের পর এক আক্রমণের মুখে দলটি যেনো অসহায় হয়ে পড়ে। একচেটিয়া ম্যাচে শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে দারুণ প্রস্তুুতি সারে ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০