নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত টস জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলি, টম ব্রুস, শাহদাত হোসেন দিপু, কার্টিস ক্যাম্ফার, শহিদুল ইসলাম, নিদাউজ্জামান, বিলাল খান ও আল আমিন হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), উইল জ্যাকস, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, ব্রুক গেস্ট, মঈন আলি, জাকের আলি অনিক, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post