নিজস্ব প্রতিবেদকঃ সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। শুক্রবার দিনের প্রথম ম্যাচে টস জিতেছে রংপুর। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অর্থাৎ টস হেরে আগে ব্যাটিং করবে স্বাগতিক সিলেট।
ঢাকা ও চট্টগ্রাম পর্বে এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে নবম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। এবার নিজেদের মাঠে খেলতে নামছে সিলেট। ঘরের মাঠেও দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রাখতে মরিয়া মাশরাফীরা। অন্যদিকে রংপুর ছয় ম্যাচের তিনটিতে জিতে চতুর্থ স্থানে। সুপার ফোরে যাওয়ার লড়াই ভালোভাবেই জমিয়ে রেখেছে তারা।
চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ৭ ম্যাচ খেলে দুই হাফসেঞ্চুরিতে করেছেন ২৮১ রান। ৫ ম্যাচে ১৯৯ রান করেছেন আরেক ব্যাটার তৌহিদ হৃদয়। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে এককভাবে টেবিলের শীর্ষস্থানে রয়েছে সিলেট।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে সংগ্রহ ১০ পয়েন্ট। এরপর যথাক্রমে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সমান চার পয়েন্ট করে রয়েছে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের।
রংপুর একাদশ: মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান, রবিউল হক, হারিস রউফ ও হাসান মাহমুদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফী বিন মোর্ত্তজা, রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post