স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আগে ও পরে দুই ভাগে ওয়ানডে ও টেস্ট খেলতে নিউজিল্যান্ড দলের আসার কথা রয়েছে বাংলাদেশ সফরে। সেই সিরিজের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই সিরিজের পরপরই আবার নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাসমান সাগর পাড়ের দেশে উড়াল দেবে টাইগাররা। সিরিজটির সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
১৭ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর নেলসনে ২০ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে ও নেপিয়ারে ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলতে নামবে দুই দল।
ওয়ানডে সিরিজের পরপরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ ডিসেম্বর। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ দুটি হবে তাউরাঙ্গাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা