নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের সিলেট পর্বের শেষদিন আজ। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলতে নেমেছে চিটাগং কিংসের বিপক্ষে।
দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। যেখানে টস জিতে সিলেট আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। একাদশে পরিবর্তন এনেছে আরিফুল হকের দল। বিদেশী পেসার রিস টপলিকে বাদ দিয়েছে তারা। ব্যাট হাতে টানা অফ-ফর্মে থাকা রাকিম কর্নওয়ালও নেই আজ। তার জায়গায় খেলবেন পল স্টার্লিং। চিটাগাংয়ের হয়ে খেলা হবে না আরাফাত সানির। তার জায়গায় খেলবেন নাবিল সামাদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, অ্যারন জোন্স ও নিহাদুজ্জামান।
চিটাগং কিংস একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস ইসলাম, নাবিল সামাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০