নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে সিলেট স্ট্রাইকার্স। স্বাগতিক দলের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সেই ম্যাচ।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। আর সেই টস জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচে সিলেট নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন আকবর আলি ও তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে একাদশে এসেছেন রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন।
এদিকে খুলনার একাদশেও এক পরিবর্তন এসেছে। নিজ দেশে ফিরে গেছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ। তার পরিবর্তে একাদশে এসেছে মার্ক দেয়াল। ক্যারিবিয়ান এই স্পিন অলরাউন্ডার এই প্রথম খেলতে এসেছেন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান রাজা রুবেল হোসেন ও মোহাম্মদ আমির।
খুলনা টাইগার্স একাদশ
ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, শাই হোপ, অ্যান্ড্রু বালবার্নি, মাহমুদুল হাসান জয়, আজম খান, শরিফ উদ্দিন, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, নাসুম আহমেদ ও নাহিদ রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post