স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ঘরের মাঠে খেললেন শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আগামি টি-২০বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অজি এই ওপেনার।এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেললেন ম্যাচ ম্যাচটি।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতেআর কোনো আন্তজার্তিক টি-২০ ম্যাচ নেই, সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবারের তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিই ঘরের মাঠে ওয়ার্নারের শেষ ম্যাচ ছিলো।
পার্থে ম্যাচসেরা হওয়ার পর আবেগআপ্লুত হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এডাম গিলক্রিস্টকে বাঁহাতি ওপেনার বলেন, সত্যিই এটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন সময় এসেছে তরুণদের, তাদের প্রতিভা দেখানোর। আমাদের এখানেও চরম প্রতিভাবান ক্রিকেটার আছেন। আমরা ভবিষ্যতের জন্য ভালো অবস্থানে আছি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post