স্পোর্টস ডেস্কঃ চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা। গ্রুপ ‘এইচ’ এর দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়। কাতারের ৯৭৪ স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশে মাঠে নামিয়েছে। এর মধ্যে পর্তুগাল ৪-১-২-১-২ ফরমেশনে খেলতে নেমেছে। শুরুর একাদশে যথারীতি আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া আছেন রুবেন দিয়াস, চ্যান্সেলো, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেসরা। তবে শুরুর একাদশে জায়গা হয়নি পেপের। এদিকে ঘানা খেলতে নেমেছে ৫-৪-১ ফরমেশন নিয়ে।
পর্তুগাল একাদশ
কস্তা (গোলরক্ষক), চ্যান্সেলো, রুবেন দিয়াস, পেরেইরা, গুয়েরেইরো, নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওতাভিও, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘানা একাদশ
আতি-জিগি (গোলরক্ষক), সেইদু, ডিকু, আমার্তে, সালিসু, রহমান, কুদুস, থমাস, আব্দুল সামিদ, আয়েও ও উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা