স্পোর্টস ডেস্কঃ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে ১-০ গোলে জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ তরুণ মার্ক গুইউ। রবার্ত লেভানডফস্কি চোটের কারণে খেলতে পারছেন না। তবে তাঁর অভাব বুঝতে দিলেন না অভিষিক্ত গুইউ।
গুইউ ৭৯ মিনিটে ফারমিন লোপেজের বদলি হিসেবে মাঠে নেমেই তার পরের মিনিটে গোল করেন। এই স্প্যানিশ তরুণ জোয়াও ফেলিক্সের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বুলেট গতিতে বেরিয়ে এসেছিলেন বিলবাও গোলরক্ষক উনাই সিমোন। তবে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন গুইউ।
১৭ বছর ২৯১ দিন বয়সী গুইউ চলতি শতাব্দীতে লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা। ম্যাচ শেষে লা মেসিয়া একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণ ইস্পোর্টস ৩-কে বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না! এটা অকল্পনীয়। সারাটা জীবন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আজ ঘুমাতে পারব না।’
এই জয়ের পর ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে উঠে এসেছে বার্সেলোনা। ২৫ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। বার্সার পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের প্রথম এল ক্লাসিকো। তবে এই দুই ম্যাচের আগে চোটে পড়া ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও লেভানডভস্কিকে পাবে কী না নিশ্চিত নয় কাতালানরা।
Discussion about this post