স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে এই ম্যাচের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দেখা হয়েছে ৪১ বার, সেখানেও যোজন যোজন এগিয়ে কিউইরা। তাসমান সাগরপাড়ের দেশটি জিতেছে ৩০ ম্যাচ, বাংলাদেশের জয় ১০টিতে, ফলাফল আসেনি বাকি একটিতে। গত মাসে ঘরের মাঠে এই কিউইদের কাছেও সিরিজ হেরেছিল সাকিব-মুশফিকরা।
এদিকে আজ শেখ মেহেদীকে আজ খেলাচ্ছে না বাংলাদেশ। তাঁর জায়গায় দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে দলে ফেরা অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। ঠিক আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
উইলিয়ামসন ফেরায় আজ নিউজিল্যান্ডের ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র। এদিকে আগের ম্যাচে বেশ ভালো বোলিং করলেও বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী। ইংল্যান্ড ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার। তবে আজ আর তাঁকে খেলাচ্ছে না টাইগার টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ডেভিড কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০