স্পোর্টস ডেস্ক:: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করলো ইংল্যান্ড। ইতালিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আগামি ইউরোর টিকিট কাটলো ইংলিশরা।
নিজেদের মাঠে ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। এক গোল হজম করে তিন গোল দিয়ে নিশ্চিত করেছে আগামি ইউরো। স্বাগতিকদের এই জয়ের নায়ক অধিনায়ক হ্যারি কেইন। পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছেন। লিডও এনে দিয়েছেন। অন্য গোলটি করেছেন মার্কোস র্যাশফোর্ড।
শুরুতে এগিয়ে যাওয়া ইতালি লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ১৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার গোলে ১-০তে এগিয়ে যায় ইতালি। পিছিয়ে পড়ার মিনিট সতেরো পরই সমতায় ফিরে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইন স্কোর লাইন করেন ১-১। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ইতালি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে দলটি সাফল্যের দেখা পায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কোস র্যাশফোর্ডের গোলে ম্যাচে লিড নেয় ইংল্যান্ড। ম্যাচের ৫৭তম মিনিটে ইংল্যান্ড এগিয়ে যায় ২-১ গোলে।
লিডে থাকা দলকে আরো এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে অধিনায়ক গোল করে ৩-১ ব্যবধান করেন।
পরপর তিন গোল হজম করা ইতালি আর ঘুরে দাঁড়াতে পারেনি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ‘ড্র’য়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের টেবিল টপার হয়ে ইউরো নিশ্চিত করেছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post