নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে খুলনা বিভাগ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা। বৃহস্পতিবার সিলেটে দারুণ এই জয়ের ফলে ফাইনালে চলে গেল খুলনা, অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিরুদ্ধে মাঠে নামবে চট্টগ্রাম।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম। মুমিনুল হক ১৬ বলে ১৯ আর শাহাদাত দীপু ১৯ বলে ২৫ রান করেন। তবে ৫৯ রানের জুটিতে খেলার মোড় ঘুরিয়ে দেন ইরফান-ইয়াসির জুটি। ইরফান শুক্কুর ৩৩ বলে ৩৯ রানে ফিরলেও অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী অপরাজিত থেকে যান ৩৭ বলে ৪৫ রান করে। তাতে ৬ উইকেটে ১৪৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন খুলনার উইকেটকিপার ইমরানুজ্জামান। তৃতীয় ওভারের প্রথম বলের পর হানা দেয় বৃষ্টি। তখন রান ১ উইকেটে ৩। খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টাখানেক। এর পর খুলনার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৭৮ রানের। কিন্তু রানের গতি তুলতে গিয়ে পরের ১৮ বলের ভেতর ২৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে খুলনা। ৩০ রানে নেই ৬ উইকেট।
ষষ্ঠ ওভারের শেষ দুই বলে নাহিদুলের ছক্কা-চারে আরেকবার খেলায় ফেরে তারা। হাসান মুরাদের করা পরের ওভারে ১৮ রান যোগ করেন নাহিদুল-অভিষেক জুটি। অষ্টম ওভারে ১০ রান আসায় শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ৭ রানে। প্রথম বল ওয়াইড করার পর মেহেদী রানার পরের বলে চার মেরে শুরু করেন অভিষেক দাস। আর তৃতীয় বলে আরেকটি চারে খুলনাকে ফাইনালে তোলেন তিনি। ৩ চার, ২ ছক্কা ১১ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন অভিষেক। ২ চার, ১ ছক্কায় ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন নাহিদুল। দুজনের ২০ বলে ৫১ রানের ঝড়ো জুটিতে কর্তিত ওভারের ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত হয় খুলনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000