নিজস্ব প্রতিবেদক:: সিলেটকে হারিয়ে বিপিএল শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হেরে গেছে খুলনা টাইগার্সের কাছে। বিপিএলের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে।
আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২১ রানেই গুটিয়ে যায়।জবাবে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স মাহমুদুল হাসান জয়ের ইনিংস সর্বোচ্চ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা টাইগার্সের শুরুটাও ভাল হয়নি। ৩২ রানের মধ্যেই তিন উইকেট হারানো টাইগার্সদের হয়ে হাল ধরেন মাহমুদুল হাসান জয়। চতুর্থ উইকেটে আফিফকে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন। ষষ্ট উ্ইকেটে ফাহিম আশরাফকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে খুলনাকে জয়ের পথে রাখেন তিনি।
দলের জয় অনেকটা নিশ্চিত করে ইনিংসের ১৮তম ওভা্রের চতুর্থ বলে দলীয় ১১৪ রানের মাথায় ষষ্ট উইকেটে ইনিংস সর্বোচ্চ রান সংগ্রাহক জয় ফিরেন সাজঘরে। এক চার ও এক ছক্কায় ৪৪ বলে ৩৯ রান করেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আফিফ। ২৮ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন একটি। এছাড়াও ১৫ রান করেছেন এভিন লুইস। ১৫ রানে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। ১৮.২ ওভারে ছয় উইকেট হারিয়ে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় খুলনা।
চট্টগ্রামের হয়ে শহীদুল ও আল আমিন ২টি করে উইকেট লাভ করেন।
আগে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রান অলআউট হয়ে যায় চট্টগ্রাম। নাহিদুল ইসলাম ও ফাহিম আশরাফের বোলিং তোপে পড়ে বেশি দূর যেতে পারেনি চট্টলার দল। খুলনা টাইগার্সকে জিততে হলে করতে হবে ১২২ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। ধীর গতির রানের সাথে তৃতীয় ওভারে দলীয় ৯ রানে টানা দুই বলে ফিরে যান আভিষ্কা ফার্নান্দো ও ইমরানউজ্জামান। এরপর তানজিদ তামিম দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে ৩২ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে তিনিও প্যাভিলিয়নে ফেরেন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টলার দলটি। শহিদুল ইসলাম এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেন। তার ব্যাটে ভর করেই কোনোমতে মান বাঁচানো পুঁজি পায় চ্যালেঞ্জার্সরা। দলের পক্ষে ৩১ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হন শহিদুল। ২৪ রান করেন নজিবুল্লাহ জাদরান।
খুলনা টাইগার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদুল ইসলাম। এছাড়া ২০ রান খরচায় পাকিস্তানের ফাহিম আশরাফ ৩ উইকেট লাভ করেন। ওশানে থমাস ২টি, নাসুম আহমেদ ১টি উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post