নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষ। ৬ উইকেটের বড় জয়ের পর দলের সবাই উচ্ছ্বাসে মত্ত। পুরষ্কার বিতরণীতে বাংলাদেশের আধিপত্য। সেই পুরষ্কার বিতরণীতে সাকিব আল হাসান পেয়েছেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ সম্মান। এক লক্ষ টাকা পুরষ্কার পান।
ব্যাট হাতে ৩৪ রানের ক্যামিও ও বল হাতে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে এই পুরষ্কার জিতেন সাকিব। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাকিব ছুটে যান মাঝ মাঠে। সেখানে গিয়ে দুই কিউরেটর প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুর সাথে খানিক আলাপ সারেন। সেই আলোচনা সম্পর্কে জানা গেছে পরবর্তীতে বিস্তারিত।
কিউরেটর ও মাঠকর্মীদের সাকিব নিজের পুরষ্কার দিয়ে দেন। অর্থাৎ, মাঠকর্মীদের এক লক্ষ টাকা পুরষ্কার দিয়েছেন তিনি। দুই কিউরেটরের মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সেই অর্থ বুঝিয়ে দিয়েছেন। এই পুরষ্কার যেন তাদের প্রাপ্যই ছিল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৫০ রানে জিতেছিল বাংলাদেশ দল। নিজের মতো করে ম্যাচ খেলতে পেরেছিল স্বাগতিকরা। সাকিব আল হাসান সেই ম্যাচে ৭৫ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন বল হাতে। সেই ম্যাচে দুটি পুরষ্কার পেয়েছেন এক লক্ষ টাকা করে, মোট দুই লক্ষ টাকা।
এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ফরম্যাটে এটিই প্রথম জয়। পর পর দুই ফরম্যাটে দুটি দারুণ জয়ই আসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। অথচ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম দুই ওয়ানডে ম্যাচে হেরে খানিকটা বিধ্বস্ত ছিল বাংলাদেশ দল। যার ফলে চট্টগ্রামের মাঠ স্বস্তি দিয়েছে টাইগারদের। এতে অবদান আছে মাঠকর্মীদের।
সেই অবদানকে ভুলেননি সাকিব। সব মিলিয়ে নিজে তিনটি ব্যক্তিগত পুরষ্কার পেয়েছেন, মোট তিন লক্ষ টাকা। যার মধ্যে একটির পুরষ্কার অর্থাৎ, এক লক্ষ টাকা দিয়ে দিলেন তিনি। অবশ্য এর আগেও মাঠকর্মীদের পুরষ্কার দেওয়ার চর্চা আছে অনেকবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post