নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর কবে শুরু হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সব ঠিক থাকলে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ২০২৪ সালের জানুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে। ইতিমধ্যেই আসরকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবার সেই তালিকায় যুক্ত হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাম। তারকাবহুল দল গঠন করতে যা বোঝায়, সেটির জন্য খ্যাতি নেই ফ্র্যাঞ্চাইজিটির। কম বাজেটে দল করেই টুর্নামেন্টে অংশ নেয় তারা। তবে এবারের আসরে সেই অপবাদ খানিকটা ঘোচানোর চেষ্টা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দলটি ইতিমধ্যেই দুই বিদেশি তারকার নাম জানিয়েছে। তারা হলেন পাকিস্তানের মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরান। দুজনই টি-টোয়েন্টিতে বেশ মারকুটে ক্রিকেটার। দুজনেরই অতীতে বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। এর মধ্যে গেল আসরে সিলেট স্ট্রাইকার্সের বিপিএল মাতিয়েছেন হারিস।
দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ হারিস ও নজিবউল্লাহ জাদরানের খেলার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। দলটির সরাসরি চুক্তির ক্রিকেটার কে হবেন, সেটি এখনও অবশ্য নিশ্চিত হয়নি। গেল আসরে ছিলেন আফিফ হোসেন ধ্রুব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post