স্পোর্টস ডেস্কঃ ২০১৭ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অলরাউন্ডারকে আবার সাদা পোশাকের দলে ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন তিনি।
মূলত ট্র্যাভিস হেড চোট পাওয়ার কারণে ম্যাক্সওয়েলকে দলে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড বলেন, ‘তার (ম্যাক্সওয়েল) উপমহাদেশে দারুণ রেকর্ড আছে এবং ভারতে বিশেষ করে রাঁচিতে সেঞ্চুরি করেছে এবং সে অফ-স্পিন করতে পারে।’
২৯ জুন শুরু হবে দু’দলের টেস্ট সিরিজ। পরের ম্যাচ ৮ জুলাই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুই ম্যাচ হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল।