চট্টগ্রামে চ্যালেঞ্জিং পুঁজি পাকিস্তানের

0
15

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান নারী দল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারা পাকিস্তান তৃতীয় ও শেষ ম্যাচে ১৩২ রানের পুঁজি পেয়েছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সানজিদা আক্তার মেঘলা। মাত্র ৩ রানের মাথায় তিনি ফিরিয়ে দেন সিদরা আমিনকে। দ্রুত ওপেনারকে হারালেও তৃতীয় উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেন মুনিবা আলী ও বিসমাহ মারুফ।

আউট হওয়ার আগে ৪৯ বলে ৮ চারে ৬১ রানের দারুণ একটা ইনিংস খেলেন মুনিবা। বিসমাহ ৪৯ বলে ২ চারে ৪৮ রানব করেন। অধিনায়ক নিদা দার ৯ ও নাতালিয়া পারভেজ ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা ২১ রান ও মেঘলা ৩৪ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here