স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মাঠে গড়ানোর কথা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানেড। সিরিজ নির্ধারণি ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা।
বৃষ্টির আনাগুণা চট্টলার আকাশে গত ৩ দিন ধরে। তবে বুধার সকাল সাড়ে ১১ টার দিকে বৃষ্টি থেমেছে। বৃষ্টি থামার পরপরই মাঠ শুকানোর কাজে নেমে পড়েছেন গ্রাউন্ডস কর্মীরা।
তুলে নেওয়া হয়েছে ত্রিপল। প্রস্তুুত করা হচ্ছে উইকেট, শুকিয়ে নেওয়া হচ্ছে মাঠের পানি।
তবে আজ দিনভরও ভারি বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ছিল ঢাকা। আউটফিল্ডও ছিল ভেজা। সকালে বৃষ্টি থামার পরপরই মাঠের পরিচর্যা শুরু হয়েছে।
চট্টগ্রামের এই ভেন্যুর ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ণ হওয়ায় আশার আলো দেখছেন ক্রিকেট প্রেমীরা। আধুনিক ড্রেনেজ সিস্টেম থাকায় অল্প সময়েই মাঠ প্রস্তুত করা যাবে। নির্ধারিত সময়ের ঘন্টা দেড়েকের মধ্যেই মাঠে গড়াতে পারে খেলা।
স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি রুবেল বলেন, টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা রয়েছে তা ঠিক। তবে বৃষ্টি থামলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টার মধ্যেই খেলা শুরু করা যাবে। খেলাচলাকালীন রোদের মধ্যে বৃষ্টি হলে আধাঘণ্টার মধ্যেই মাঠ খেলার জন্য প্রস্তুত করা যায়। কিন্তু টানা বৃষ্টি হওয়ায় সময় বেশি লাগবে।’
বৃষ্টি শঙ্কা থাকায় সিরিজ নির্ধারণি ম্যাচ নিয়ে ইসিবির কাছে রিজার্ভ ডে রাখার জন্য মঙ্গলবার বিশেষভাবে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।কিন্তু ইসিবি এই প্রস্তাবে রাজি হয়নি। ফলে আজই চূড়ান্ত হবে সিরিজের ভাগ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০