নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান সিরিজের সময় সূচি প্রকাশ করেছেন। দুই দফায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান দল। বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ আগামি ১০ জুন ঢাকায় আসবে আফগানরা।
ঈদুল আযহার আগে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে ১৪ জুন থেকে। সকাল ১০টায় শুরু হবে ঢাকা টেস্টের খেলা। এরপরই আফগানিস্তান ফিরে যাবে। ঈদে পর আবারো ঢাকায় আসবে আফগানিস্তান।
১ জুলাই ঢাকায় আসা আফগানিস্তান চলে যাবে চট্টগ্রামে। একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৫ জুলাই প্রথম ওয়ানডে, ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে। চট্টগ্রামের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।
১২ জুলাই সিলেটে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই। ১৩ জুলাই অনুশীন শেষে ১৪ জুলাই শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি ১৬ জুলাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০’র দুই ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post