চট্টগ্রামে বেন স্টোকস শো

0
14

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রথম ইনিংসটা আরো বড় হতে পারতো। তবে তা হতে দেননি ইংলিশ বোলার বেন স্টোকস। ইংল্যান্ডের লিডকে চেপে রাখতে পারতো বাংলাদেশ, দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানের লিড নিয়েছে, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা বেন স্টোকসের। সব কিছুতেই বেন স্টোকস। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যেনো স্টোকস শো হয়ে গেলো।

বোলিংয়ে শাসন করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান, আবার ব্যাটিংয়ে শাসন করেছেন বাংলাদেশের বোলারদের। বল হাতে ৪ উইকেট, ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে দায়ত্বিশীল ইনিংস খেলে করেছেন ৮৫ রান।

তার বিধ্বংসী পেস বোলিংয়েই স্পিন উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ২৪৮ রানেই গুটিয়ে যায়।
তার অসামান্য পারফরম্যান্সে কিছুটা হলেও ঢাকা পড়ে গেছে সাকিব আল হাসানের পাঁচ উইকেটের দুর্দান্ত সাফল্য।

দিন শেষে সংবাদ সম্মেলনে স্টোকস  বলেন, ‘আমরা ২৭০ রানের (২৭৩) লিড নিয়েছি। এই উইকেটে ৩০০ হলেও হয়, তবে ৩২০ খুব ভালো টার্গেট।’

এই স্পিন নির্ভর উইকেটে এত সাফল্য পাওয়ার রহস্য কী? এমন প্রশ্নে হেসে এই অলরাউন্ডার জানান, ‘তা ঠিক, এটি স্পিন নির্ভর উইকেট। তবে, আমি ঠিক জায়গায় বল করতে চেষ্টা করেছি। খুব ভালো রিভার্স সুইং পেয়েছি। যার ফলে ব্যাটসম্যানদের  অসুবিধা হয়েছে

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here